কৃষ্ণার হ্যাটট্রিকে কিরগিজস্তানকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ

২০১৭ এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বে প্রথম দুই ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও দাপট দেখিয়ে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ কিরগিজস্তানকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে মেয়েরা। স্বপ্না, মার্জিয়ারা জয় পেয়েছে ১০-০ ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন কৃষ্ণা রাণী।

এদিন প্রথমার্ধে হয় চার গোল। আর দ্বিতীয়ার্ধে ৬টি। এর মধ্যে একটি এসেছে পেনাল্টি থেকে। শট নেন মার্জিয়া।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২১ মিনিটে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড অনুচিং মোগিনি। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্জিয়া। ৪৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন কৃষ্ণা রাণী। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান ৪-০ করেন মোগিনি।

বিরতি থেকে ফিরে ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন কৃষ্ণা। ৬৮তম মিনিটে ব্যবধান ৬-০ করেন ডিফেন্ডার শামসুন্নাহার। ৭৫তম মিনিটে গোল করেন ডিফেন্ডার নার্গিস খাতুন। ৮০তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা। ৮৪তম মিনিটে ব্যবধান ৯-০ করেন মারিয়া মান্দা। আর ৮৫তম মিনিটে শেষ গোলটি করেন শামসুন্নাহার।

বাংলাদেশ প্রথম ম্যাচে ইরানকে হারায় ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের জালে দেয় ৫ গোল।

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে হলে সামনের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে জিততেই হবে গোলাম রাব্বানি ছোটনের মেয়েদের। তিন ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। আর সমান সংখ্যক ম্যাচ খেলে সমান জয় নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে চাইনিজ তাইপে।

আগামী ৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ৫ সেপ্টেম্বর বেলা ১১টায় নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে স্বাগতিকরা।

গ্রুপ ‘সি’ থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে যেতে হলে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। গত তিন ম্যাচে তারা ২১টি গোল করেছে। আর বাংলাদেশ করেছে ১৮টি গোল।



মন্তব্য চালু নেই