কৃষক কখনো দুর্নীতি করে না : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী আলহাজ শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষক কখনো দুর্নীতি করে না। প্রধানমন্ত্রী কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি সিএসডি খাদ্যগুদামে আমন চাল সংগ্রহ অভিযান ২০১৫-১৬ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকের মুখে হাসি ফোটাতেই সরকার উন্নয়ন কার্যক্রম প্রসারিত করছে। তিনি বলেন, কৃষকের উৎপাদিত চাল বেশি বেশি সংগৃহীত হলে কৃষকের ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত হবে। ক্রেতা ও বিক্রেতার আর্থিক সচ্ছলতায় গতি আনবে।

এ সময় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টুসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই