কৃষকরা পথে বসে গেছেন : অর্থমন্ত্রী

‘টানা অবরোধে কৃষকরা পথে বসে গেছেন, মফস্বল এলাকায় বিপর্যয় নেমে এসেছে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে সোমবার ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘টানা অবরোধের কারণে সারাদেশের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এ জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। তাদের উৎপাদন ও সবজি পরিবহন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিপর্যয় নেমে এসেছে মফস্বল এলাকায়।’

‘চলমান পরিস্থিতির কারণে পোশাক শিল্পের মালিকরা সরকারের কাছে বিভিন্ন সুবিধা চাইতে পারে’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পোশাক শিল্প তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তাদের উৎপাদন ও রফতানি অব্যাহত রয়েছে। তবে পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের ইমেজ।’

দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিএনপি ও খালেদা জিয়াকে দায়ী করে অর্থমন্ত্রী বলেন, ‘একটি দেশকে একটি মহিলা জিম্মি করে রেখেছেন।’

‘চলমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান দায়িত্ব বিএনপির’ বলেও মন্তব্য করেন তিনি।



মন্তব্য চালু নেই