কুড়িগ্রাম এমপি লিটন হত্যার প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি: গাইবান্ধা-১ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
সোমবার দুপুরে জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে।
পরে ঘোষপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমান উদ্দিন মঞ্জু, আওয়ামীলীগ নেতা শেখ বাবুল, সাঈদ হাসান লোবান, হাজী আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল, জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাকিব প্রসুখ।
সমাবেশে খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান বক্তারা।
মন্তব্য চালু নেই