কুড়িগ্রামে গত ২দিন ধরে তীব্র শীত ও কনকনে ঠান্ডা দুর্ভোগে পড়েছে জনজীবন

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রামে গত ২দিন যাবত তীব্র শীত ও কনকনে ঠান্ডায় দুর্ভোগে পড়েছে এখানকার মানুষজন। বিশেষ করে নদী তীরের চর-দ্বীপচর ও এর তীরবর্তী এলাকায় শীত বেশী অনুভুত হওয়ায় শীতকষ্টে দিনাতিপাত করছে বেশ কিছু মানুষ। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সুর্যের দেখা মিলছে না। এ অবস্থায় গরম কাপড়ের অভাবে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা কাজে বের হতে পারছে না। খড় কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন অনেকেই। সুর্য ডুবার সাথে সাথে ঘন কুয়াশা শুরু হয়ে ঢেকে যায় পুরো জনপদ। রাত বাড়ার সাথে সাথেই ঠান্ডার তীব্রতা বাড়তে থাকে। দিনের বেলায় কুয়াশা থাকায় পরিবহনের ড্রাইভাররা হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।এদিকে,জেলা সদর হাসপাতালে শীতের তীব্রতায় গত কয়েকদিনে অর্ধশতাধিক শিশু ও বৃদ্ধ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে মর্মে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।

কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, বুধবার সকালে এ অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রী সেলসিয়াস।



মন্তব্য চালু নেই