কুড়িগ্রামে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষন হল রুমে জেলা প্রশাসক শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্দোগে ২০১৬ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জেলার ৯ উপজেলার ১শ জন মেধাবী শিক্ষার্থীকে বই ও প্রাইজবন্ড উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার কাজি হাসান আহমেদ, জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, ৪৫ বিজিবি পরিচালক লে. কর্ণেল মোঃ জাকির হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হামিদুল ইসলাম, পৌর মেয়র আব্দুল জলিল উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই