কুষ্টিয়ায় দূর্বৃত্তদের গুলিতে সাবেক জাসদ নেতা নিহত ।। গুলিবিদ্ধ ১

কুষ্টিয়ায় দূর্বৃত্তদের ছোড়া গুলিতে সাবেক জাসদ নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন অপর এক আ’লীগ নেতা। সোমবার সকাল ৬টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহমেদপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন পাঞ্জের (৫৬) এক সময় মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি ছিলেন। আহত শফিকুল ইসলাম (৫০) পোড়াদহ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গুরুতর অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের ছেলে মিটুল জানান, তার বাবা ও তাদের আত্মীয় শফিকুল সকালের দিকে ওই বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এসময় একটি মোটরসাইকেলে তিনজন এসে তাদের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ দুজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে পাঞ্জেরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা জানান, পাঞ্জেরের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। গত ২০ মার্চ একটি হত্যা মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি। এর বাইরেও একাধিকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রতিপক্ষ দুলালের সঙ্গে পাঞ্জেরের বিরোধ চলছিল। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যায় জড়িতদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।



মন্তব্য চালু নেই