কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ-২ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা
সুনামগঞ্জ-২ আসন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রথম বৈঠক শেষে সোমবার দুপুরে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
সিইসি জানান, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দালিলের শেষ তারিখ ২ মার্চ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ৫ সার্চ রোববার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ সোমবার। এবং ভোট গ্রহণ ৩১ মার্চ। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার হলেন রকিব উদ্দিন মণ্ডল। কুমিল্লা অঞ্চল কুমিল্লা। আর সুনামগঞ্জ-২ আসনের রিটার্নিং অফিসার হলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল সিলেট।
বর্ষীয়ান রাজনীতিক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৫ বারের সংসদ সদস্য প্রবীণ এ রাজনীতিকের মৃত্যুতে সুনামগঞ্জ-২ (দিরাই-সল্লা) আসনটি শূন্য হয়। এ ছাড়া নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মন্তব্য চালু নেই