কুমিল্লায় বাস উল্টে এক যাত্রী নিহত
মাসুদ আলম, কুমিল্লা : কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় ওই যাত্রীবাহি বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে ১২ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাকি তিনজনকে একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী এশিয়া পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত গাড়ি ও মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য চালু নেই