কুমিল্লায় পচা লাশের দূর্গন্ধযুক্ত “গায়েবি ফুল” নিয়ে চলছে তোলপাড়!
দাউদকান্দির হাসানপুরে শনিবার সকালে ‘এক গায়েবি ফুল’ দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। জানা যায়, ২৩ এপ্রিল শনিবার সকালে দাউদকান্দি উপজেলার হাসানপুর সরকার বাড়িতে এক গায়েবি ফুল ফোটার সংবাদ পেয়ে হাজার হাজার লোকের ভিড় জমে। দাউদকান্দি ছাড়াও আশেপাশের উপজেলা থেকে এই গায়েবি ফুলকে দেখতে ছুটে আসে বহু মানুষ।
এলাকার নবীন সমাজকর্মী মোঃ বশির আহমেদ জানান,‘ ‘শনিবার ভোর রাতে সরকার বাড়ির লোকজন চরম দূর্গন্ধ’র কারণে অস্থির হয়ে ওঠেন। তারা ঘরের বাহিরে এসে দেখেন, তাদের উঠানের এক পাশে একটি অচেনা ফুল ফোটে আছে। যা থেকে পচা লাশের গন্ধ বের হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে মানুষ তা দেখার জন্য ভিড় জমায়।
এলাকার এক প্রবীণ ভদ্রলোক জানান, ‘দুপুরের পর এই ফুলটির গন্ধ ও রঙ পাল্টে যায় এবং ছোট হতে থাকে। দাউদকান্দি উপজেলার কৃষি অফিসারও এই ফুলটির নাম এবং প্রকৃতি সম্পর্কে কোনরকম সঠিক তথ্য আমাদেরকে দিতে পারেননি। তবে অনেকেই এই ফুলটিকে গায়েবি ফুল বলেই অভিমত ব্যক্ত করেন!’
মন্তব্য চালু নেই