কুমিল্লায় গুলিতে ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

মো. আলী আশরাফ খান, দাউদকান্দি, কুমিল্লা: ৮ নভেম্বর মঙ্গলবার সকালে দাউদকান্দিতে দূর্বৃত্তদের হামলায় তিতাসের ইউপি চেয়ারম্যান মনিরসহ ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

কুমিল্লা জেলা তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন সরকার (৪৫) ও তার সহযোগি মহিউদ্দিন (৩০) এ হামলায় নিহত হয়।

জানা গেছে, সকালে কুমিল্লা যাওয়ার পথে গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কের প্রবেশমুখে ইউপি চেয়ারম্যান মনির হোসেন সরকারসহ ৭/৮ জনের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

আশঙ্কাজনক অবস্থায় মনির হোসেন, মহিউদ্দিন, সুমন ও ইসমাইলকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন। এ মৃত্যুর ঘটনায় এলাকায় তুমুল উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসনকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।



মন্তব্য চালু নেই