তনু হত্যা

কুমিল্লার পথে গণজাগরণের রোডমার্চ

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান (তনু) হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকার শাহবাগ থেকে কুমিল্লা অভিমুখে রোডমার্চ করছে গণজাগরণ মঞ্চ।

রোববার সকাল ১০টার দিকে শাহবাগ সংক্ষিপ্ত সমাবেশ শেষে শুরু হয় এ রোডমার্চ। পথে পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে কুমিল্লার টাউন হলে গিয়ে শেষ হবে এই রোডমার্চ।

ছয়টি বাসে মঞ্চের নেতাকর্মীরা রোডমার্চে রওনা হয়েছেন। বহরের সামনে একটি পিকআপভ্যানে সাংস্কৃতিক পরিবেশনা ও স্লোগান চলছে।

যাত্রার শুরুতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘তনু হত্যার বিচার দাবিতে সারাদেশের মানুষ আজ সোচ্চার। এই হত্যার বিচার দাবিতে মানুষের চাওয়াকে নানাভাবে বাধাগ্রস্ত ও আড়াল করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এই রোডমার্চের মাধ্যমে আমরা কুমিল্লার মানুষের সঙ্গে সংহতি জ্ঞাপন করে তাদের কাছে সারাদেশে আন্দোলনের বার্তা নিয়ে যেতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, খুনি-ধর্ষকরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘হত্যা-ধর্ষণের মাধ্যমে দেশে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের আজকের রোডমার্চ। খুনিরা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। এর বিপরীতে জনগণ কিছুই করতে পারছে না। অপরাধীদের বিচারের আওতায় আনতে রাষ্ট্রের পাশাপাশি জনগণেরও দায়িত্ব আছে, সেই বার্তা আমরা মানুষের কাছে নিয়ে যাব।’

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

এদিকে একই দাবিতে আরেকটি সামাজিক সংগঠন ‘স্বপ্নলোক’ আজ শাহবাগ থেকে উত্তরা পর্যন্ত রোডমার্চ করছে।



মন্তব্য চালু নেই