কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়ার দুইদিন পর যুবকের লাশ উদ্ধার

মো. আলী আশরাফ খান, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের গলিয়াচর গ্রামের প্রবাসী মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেল মিয়া (১৮) নিখোঁজ হওয়ার দুইদিন পর ২২ ফেব্রুয়ারি আজ সোমবার দুপুরে বাড়ি পার্শ্বের ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৯টায় সোহেলের মোবাইলে কে বা কারা তাকে ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে বহু খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে দাউদকান্দি মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করে তার পরিবার। এরই সূত্রধরে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন বাগচি ওই এলাকায় তদন্তে গিয়ে আজ সোমবার দুপুর ১২টায় সোহেলের বাড়ির পার্শ্বের ডোবা থেকে স্থানীয় চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের উপস্থিতিতে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই