‘কুমিল্লার জনসভায় বাধা দিচ্ছে সরকার’

‘২০ দলীয় জোট আয়োজিত কুমিল্লায় আগামীকালের জনসভা বাধাগ্রস্ত করতে সরকারের লোক ও প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে, ভয় দেখাচ্ছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘কুমিল্লায় আগামীকালের জনসভা উপলক্ষে কুমিল্লা ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। আগামীকাল কুমিল্লা টাউন হল মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এজন্য কুমিল্লায় সাজ সাজ রব পড়ে গেছে। কিন্তু সরকার ও কুমিল্লা প্রশাসন বিভিন্নভাবে বাধা দিচ্ছে। তারা ব্যানার-ফেস্টুন লাগাতে বাধা দিচ্ছে ও ছিড়ে ফেলছে। এত কিছুর পরেও কুমিল্লার জনসভায় জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে জনতার ঢল নামবে।’

এসময় সরকারকে ‘ভোটারবিহীন পরগাছা সরকার’ বলে আখ্যায়িত করেন তিনি।

তিনি বলেন, ‘দুদক উপন্যাসের এক চোখা দৈত্যের মতো দায়মুক্তি দিয়ে যাচ্ছে।’



মন্তব্য চালু নেই