কী ভাবে বুঝবেন স্বামী আপনার প্রতি আগ্রহ হারাচ্ছেন

আপনার স্বামী কি খুব একটা গুরুত্ব দিচ্ছেন না? ইদানীং কি আগের থেকে অনেকটাই আলাদা লাগছে তাঁর ব্যবহার? তা হলে কিন্তু এখনই সাবধান। হতে পারে আপনার প্রতি আগ্রহ হারাচ্ছেন তিনি। জেনে নিন কী ভাবে বুঝবেন স্বামী আপনার প্রতি আগ্রহ হারাচ্ছেন কি না।

১) স্বামী যখন নিজের বাড়িতেই অতিথি হয়ে যান: অনেক সময়ই দেখা যায় স্বামী বাড়িতে ফেরেন শুধু খেতে আর ঘুমাতে। বাকি সময়টা বাইরে বাইরেই কাটিয়ে দেন।

২) ঠিক করে কথা না বললে : আপনার কথার ঠিকঠাক উত্তর তো দিচ্ছেন কিন্তু তার মধ্যে উৎসাহের অভাব।

৩) মোবাইল, টিভিতেই বেশি আসক্তি: আপনার উপস্থিতি তোয়াক্কা না করে যদি সারা ক্ষণ মোবাইল, ল্যাপটপেই ব্যস্ত থাকেন তা হলেও বুঝবেন আপনার প্রতি আগ্রহের অভাব।

৪) একসঙ্গে কোনও কাজ করতে পছন্দ করছেন না : আপনি কি মনে করতে পারছেন শেষ কবে দু’জনে মিলে কোনও কাজ করেছেন। যদি প্রায়ই করে থাকেন তা হলে ঠিক আছে, না হলে কিন্তু এখনই সাবধান হোন।

৫) ছোটখাটো বিষয়েও ঝগড়া করেন : আগ্রহ না থাকলে অল্পেতেই রেগে যান এবং সামান্য বিষয়কেও বড় করে দেখিয়ে অহেতুক ঝগড়া করেন।

সূত্র: আনন্দ বাজার



মন্তব্য চালু নেই