কি আছে অ্যাপলের সস্তার আইফোনে? [ভিডিও]

গতকাল ২১ মার্চ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত অ্যাপল ইভেন্ট সস্তার আইফোন এসই অবমুক্ত করার ঘোষণা দেয় অ্যাপল ইনকরপোরেশন। এই ফোনটি নিয়ে দীর্ঘদিন ধরে অ্যাপলপ্রেমীদের প্রতিক্ষা ছিল। অ্যাপল জানিয়েছে, এই ফোনটি চীন এবং ভারতের ক্রেতাদের জন্য বিশেষভাবে তৈরি করেছে।

নতুন আইফোন এসই’তে আছে চার ইঞ্চির ডিপপ্লে। ১৬ জিবি ও ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যাবে আইফোন এসই। এর সঙ্গেই লেদার কেস অ্যাক্সেসরিজ লঞ্চ করেছে অ্যাপল। কালো ও মিডনাইট ব্লু রঙে কেসটি পাওয়া যাবে।

এই ফোনের ফিচার আইফোন সিক্সের মতো হলেও ডিজাইন ও বাকি সব কিছু আইফোন ফাইভের মতো।

আইফোন এসই পাওয়া যাবে নতুন রোজ গোল্ড রঙেও। আইফোন সিক্সের অ্যাপল এ৯ এসওসি ও এম৯ মোশন কোপ্রসেসর, ১২-মেগাপিক্সেল আইসাইট (রিয়ার) ক্যামেরার ফোরকে ভিডিও সাপোর্ট, ব্লুটুথ ৪.২, উন্নত ওয়াই-ফাই ও এলটিই, নতুন মাইক্রোফোন ও টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অ্যাপল পে সাপোর্ট থাকছে এই ফোনে।

ফোনটির ১৬ জিবি ভার্সনের মূল্য ধরা হয়েছে ৩৯৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৩১ হাজার ৩৩৮ টাকা

iphone

ফোনটি দেখুন ভিডিওতে:

https://youtu.be/qvv2qDVbQ3c



মন্তব্য চালু নেই