কিশোর-কিশোরীদের অতিরিক্ত ওজন বাড়ায় ক্যানসারের ঝুঁকি

কিশোর-কিশোরীদের অতিরিক্ত ওজন ও উচ্চতা বিরল এক ধরনের ক্যানসারের ঝুঁকি সৃষ্টি করে। নতুন এক গবেষণায় এমন দাবি করা হয়েছে।

নন-হজকিংস লিম্ফোমা(এনএইচএল) নামক ক্যানসারে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী বাড়ছে। গবেষকরা মনে করেন, স্থূলতার হার বৃদ্ধি এই প্রবণতাকে বাড়িয়ে তুলছে।

ইসরাইল সেবা মেডিকেল সেন্টারের চিকিৎসক ও গবেষক মেরেব লেইবা বলেন, কিশোর বয়সে স্থূলতা এবং অতিরিক্ত ওজনের কারণে ভবিষ্যতে নন-হজকিং লিম্ফোমাতে(এনএইচএল) আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। স্থূলতা এবং অতিরিক ওজন সম্পর্কে সচেতন থাকা খুব গুরুত্বপূর্ণ। এটি শুধু ডায়াবেটিস এবং কার্ডিওভ্যাসকুলার রোগ সৃষ্টি করে না, লিম্ফোমাস রোগেরও কারণ।

গবেষকরা বলেন, পরীক্ষা করে দেখা গেছে কিশোর-কিশোরীদের ওজন এবং উচ্চতার সঙ্গে পরবর্তী জীবনে এনএইচএল আক্রান্ত হওয়ার একটি যোগসূত্র রয়েছে।

গবেষণায় ১৯৬৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ১৬ থেকে ১৯ বছর বয়সী ২৩ লাখ ৫২ হাজার ৯৮৮ জন কিশোর-কিশোরীদের তথ্য বিশ্লেষণ করা হয়।

ইসরাইল জাতীয় ক্যানসার রেজিস্ট্রি থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, ১৯৬৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত চার হাজার ২১টি এনএইচএল এ আক্রান্ত রোগীর তথ্য ছিল।

গবেষণার ফলাফলে বলা হয়, কিশোর-কিশোরীদের অতিরিক্ত ওজন এবং স্থূলতার কারণে ২৫ শতাংশের পরবর্তী জীবনে এনএইচএল এ আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত উচ্চতা এবং ওজনের কারণে এনএইচএল এ আক্রান্তের পরিমাণ ছিল যথাক্রমে, ছয় এবং তিন শতাংশ।



মন্তব্য চালু নেই