কিশোরীকে ধর্ষণের হাত থেকে বাচাল ৩ বুনো সিংহ

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় মহিলাদের অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়া বা ধর্ষণ করা নিত্যদিনের একটি সাধারণ ঘটনা। দেশটির গ্রামগুলিতে প্রতিদিনই বহু মহিলা, নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়া হয়। রাজি না হলে করা হয় গণধর্ষণ। এই অবস্থায় অপরহণকারীদের নির্যাতন ও ধর্ষণের হাত থেকে তিনটি সিংহ কর্তৃক এক নাবালিকাকে বাঁচানোর ঘটনা ঘটেছে।

জানা যায়, ইথিওপিয়ার শহর বিটা জিনেটের উপকণ্ঠে একটি গ্রামে সম্প্রতি ১২ বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় গ্রামেরই কয়েকজন যুবক। জোর করে তাকে বিয়েও দিতে চায় তারা। নাবালিকাটি রাজি না হওয়ায় বেধড়ক মারধর শুরু করে। পুলিশ ওই মেয়েটির খোঁজ শুরু করতে গিয়ে দেখে, একটি মাঠে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেয়েটি। তাকে ঘিরে রয়েছে তিনটি সিংহ।

পুলিশ কাছে যেতেই সিংহগুলি ধীরে ধীরে সরে যায়। যেন তারা মেয়েটিকে পাহারা দিচ্ছিল। মেয়েটি আপাতত নিরাপদ মনে করায় জঙ্গলে ফিরে যায় সিংহগুলি। আহত মেয়েটি পুলিশকে জানায়, অপহরণকারীরা তাকে বেধড়ক মারছিল। তখনই তিনটি সিংহ এসে অপহরণকারীদের তাড়িয়ে দেয়। তারপর থেকে তারা আমার পাহারায় ছিল।



মন্তব্য চালু নেই