কিশোরগঞ্জে ১১ বোতল ফেন্সিডিলসহ আটক ১ জন
খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ রবিবার রাত ৯টার সময় অভিযান চালিয়ে ১১ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার এস আই মোঃ রায়হান এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের কেশবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে ১১ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক এর কবল থেকে বাঁচতে চায় কিশোরগঞ্জ উপজেলার খেটে খাওয়া সাধারণ মানুষ। বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে উপ-পুলিশ পরিদর্শক এস আই মোঃ রায়হান আলী ফেন্সিডিলসহ জুয়া ও মাদক বিরোধী অভিযান চালিয়ে রবিবার রাত ৯টার সময় ফেন্সিডিল বিক্রি করার সময় ১১ বোতল ফেন্সিডিলসহ ১জনকে আটক করে। মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জ উপজেলার কেশবা ময়দান পাড়া গ্রামের মোঃ মোক্তার আলী ছেলে মোঃ বুলবুল হোসেন (৩৫)।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ’র সাথে কথা হলে তিনি জানান সে একজন ফেন্সিডিল ব্যবসায়ী। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
মন্তব্য চালু নেই