কিশোরগঞ্জে শিশুশ্রমের সাথে যুক্ত ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে ভ্যান বিতরন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ উপজেলার হত দরিদ্র ও শিশু শ্রমের সাথে জড়িত ৩০টি পরিবারের মাঝে ভ্যান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উক্ত ভ্যান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান, কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, কিশোরগঞ্জ এডিপি’র ব্যবস্থাপক নিকোলাস মুর্মু, চাইল্ড প্রোটেকশন অফিসার শ্যামল মন্ডল, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আমজাদ হোসেন, নতুন জীবনের আশা প্রকল্পের কর্মকর্তা মিন্টু বিশ্বাস।

শিশুদের নিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপি’র আওতাধীন কর্মএলাকায় নতুন জীবনের আশা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ৩০টি হতদরিদ্র শ্রমজীবি পরিবারকে ১টি করে ভ্যান বিতরণ করা হয়। তাই আসুন সকলে সমস্বরে বলি “উৎপাদন থেকে পণ্যভোগ, শিশুশ্রম বন্ধ হোক”। সাথে ছবি আছে।



মন্তব্য চালু নেই