কিশোরগঞ্জে বাল্য বিবাহরোধ কল্পে আলোচনা সভা অনুষ্ঠিত
“বিয়ে নয়,সুন্দর শৈশব শিশুর অধিকার”এ শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্বশান বাজার খেলার মাঠে ‘বাল্য বিবাহকে না বলি’বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে ওয়র্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপির সহগযোগীতায় ও পুটিমারী ইউনিয়ন নতুন কুঁড়ি শিশু ফোরামের আয়োজনে বাল্য বিবাহরোধ কল্পে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি শিখা চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান,উপজেলা এডিপির ব্যবস্থাপক নিকোলাস মূর্মু,কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,উপ-পুলিশ পরিদর্শক শাহজাহান আলী,এডিপির শিক্ষা উন্নয়ন কর্মকর্তা উত্তম দাস,উপজেলা মহিলা উন্নয়ন কর্মকর্তা সাবিকুন্নাহার ও আলোর দিশারী শিশু ফোরামের সভাপতি জেরিন সুলতানা মৌ প্রমূখ।
মন্তব্য চালু নেই