কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন’র উপর নাটক মঞ্চস্থ
কিশোরগঞ্জ উপজেলায় বুধবার প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন ও সমাজ সচেতনতার উপর নাটক মঞ্চস্থ হয়েছে।
কিশোরগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যাবধানে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, ঝড়ে পড়া রোধ, উপবৃত্তি, উপজেলা এ্যকশন প্লান বাস্তবায়ন, বাল্য বিয়ে রোধ, যৌতুক প্রথা রোধ সহ সামাজিক সচেতনমুলক কর্মকান্ডের উপর নাটক মঞ্চস্থ হয়েছে। নাটকটির নাম দেয়া হয়েছিল “মেঘের কোলে রোদ হেসেছে”।
এতে অভিনয় করেন, প্রাথমিক শিক্ষা দপ্তরের উপজেলা সহকারী শিক্ষা অফিসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। নাটকটি নির্দেশনা ও সম্পাদনায় ছিলেন কিশোরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুল হাসান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কিশোরগঞ্জ এডিপি এতে সহযোগিতা করেছে।
মন্তব্য চালু নেই