কিশোরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গাওসুল আজিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,বিশেষ অতিথিউপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিকুন্নাহার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাবিবুর রহমান হাবুল,বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান,পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সায়েম লিটন,নিতাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারূক উজ-জামান,চাঁদখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজার রহমান,মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হোসেন শিহাব ও কিশোরগঞ্জ ল্যাম্ব “শো” প্রকল্পের টেকনিক্যাল কো-অর্র্ডিনেটর রাবেয়া সরকার এলিনা প্রমূখ।
মন্তব্য চালু নেই