কিশোরগঞ্জে জাতীয় দূর্যোগ দিবস পালিত
খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় দূর্যোগ দিবস পালন করেছে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপি।
“দূর্যোগে পাবোনা ভয়-দূর্যোগে আমরা করবো জয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী ওবায়দুল হকের নেতৃত্বে এক বিশাল র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এডিপির ব্যবস্থাপক নিকোলাস মূর্মু,অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা আমজাদ হোসেন,কিশোরগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মেরিনা উম্মে জাহান মুক্তা।
র্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সানক্যাপ ও ফেষ্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে। পরে দূর্যোগ মোকাবেলার উপর বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগীতা অংশগ্রহন কারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণের মাধ্যমে দিনের কার্যসূচীর সমাপ্তি ঘটে।
মন্তব্য চালু নেই