কিশোরগঞ্জে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ গুলশানের হলি আর্টিসান রেস্তোরা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে কিশোরগঞ্জ থানার সামনে সোমবার ১১টা থেকে ১২ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।“সন্ত্রাস নয়,শান্তি চাই,শঙ্কা মুক্ত জীবন চাই” এ শ্লোগানে কিশোরীগঞ্জ ডিগ্রী কলেজের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কিশোরগঞ্জ ডিগ্রী কলেজে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন,কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কিশোরগঞ্জ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ শরিফুল ইসলাম,প্রভাষক মোঃ রাজ্জাকুল ইসলাম(রাজা),ডাঃ গীতিময় রায়,ড. খাইরুল আনাম,ছদরুল আলম(শাহীন), প্রমুখ।



মন্তব্য চালু নেই