কিশোরগঞ্জে কেয়ার বাংলাদেশের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোমবার (২১-১২-২০১৫) কিশোরগঞ্জ উপজেলায় কেয়ার বাংলাদেশ (যাত্রা) প্রকল্পের উদ্যোগে শীতার্ত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সকাল থেকে বাহাগিলী ইউনিয়ন,নিতাই ইউনিয়ন ও কাশিরাম বেলপুকুরসহ প্রত্যেকটি ইউনিয়নে ৫০টি করে কম্বল বিতরণ করা হয়।
বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিদ্দিকুর রহমান,কেয়ার বাংলাদেশ (যাত্রা) প্রকল্প ব্যবস্থাপক (রংপুর) গোলাম রাব্বানী,ফ্যাসিলেটেটর রিপন মন্ডল,আইনুল হক প্রামানিক ও আয়শা আক্তার প্রমূখ।
মন্তব্য চালু নেই