কিশোরগঞ্জে এক তরুনের লাশ উদ্ধার ॥ আত্মহত্যা প্ররোচনার অভিযোগ

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি॥ জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের শিঙ্গেরগাড়ী গ্রামে আনোয়ারুল ইসলাম (১৭) নামের এক তরুন বিষপানে আত্মহত্যা করেছে। বিষয়টি আত্মহত্যার প্ররোচনার অভিযোগ উঠেছে এলাকার কিছু ভুমি দস্যুর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকালে পুলিশ ওই তরুনের লাশ উদ্ধার করে দুপুরে জেলার মর্গে ময়না তদন্ত করেছে। তরুনটি ওই গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে। নিহত আনোয়ারুলের পিতা অভিযোগ করে বলেন তিনি তার ছেলের নামে বসত ভিটার ১৮ শতক জমি লিখে দিয়েছেন।

কিন্তু গ্রামের ভুমিদস্যু মৃত আফান উদ্দিনের তিন ছেলে মজিবর,হাবিবুর,অলিয়ার এবং তফির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম ১০ শতক জমি অবৈধভাবে দখল করে নেয়। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিশ বৈঠক বসলেও ভুমি দস্যুরা ১০ শতক জমি ফেরত দেয়নি। উপরোক্ত তার ছেলেকে হুমকী দিয়ে আসছিল।

এ অবস্থায় ওই আনোয়ারুল ইসলাম বুধবার রাতে বিষপান করে আত্মহত্যা করতে বাধ্য হয়। তিনি এ ঘটনায় বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।



মন্তব্য চালু নেই