কিশোরগঞ্জের মাগুড়া ইউনিয়নে এল.জি.এস.পি‘র শতভাগ কাজ সম্পন্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯নং মাগুড়া ইউনিয়নে লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (এল.জি.এস.পি) সকল প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করেছে ইউনিয়ন পরিষদ। মোট ২২ লক্ষ টাকা ব্যায়ে ২৪টি প্রকল্পের কাজ বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নলকুপ

স্থাপন,কালভার্ট,স্যানিটেশন,ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রে বিভিন্ন সরঞ্জামাদীসহ বিভিন্ন প্রকল্পের উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করেছে ইউনিয়ন পরিষদ। সরকারী নিয়ম অনুযায়ী সকল প্রকল্পের কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করার পর জেলা তদন্ত টিম সকল প্রকল্পের কাজ পরিদর্শন করে সন্তুষ্ট প্রকাশ করেছেন। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে,কয়েকটি ওয়ার্ডে স্যানিটেশন স্থাপন,কালভার্ট স্থাপন,নলকুপ স্থাপন’র কাজ এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছে।

বিশেষ করে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাষ্টার পাড়া গ্রামে কয়েকটি নলকুপ স্থাপন’র মধ্যে শোখলেছার রহমানের বাড়ীর সামনে যে নলকুপ স্থাপন করা হয়েছে সেই নলকুপের পানি নিয়ে অনেক মানুষ স্বস্তি পেয়েছে। এলাকাবাসীদের মধ্যে মাগুড়া বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান,এলজিএসপির নলকুপ স্থাপনের ফলে অনেক গরীব দুঃখী মানুষ যারা বাড়ীতে নলকুপ স্থাপন করতে না পারার কারণে অন্যের বাড়ী থেকে পানি নিয়ে আসার কারণে অনেকের সম্মানের হানি হয় আজ সেই নলকুপ স্থাপনের ফলে তাদের আর সম্মান হারাতে হয় না।

তিনি আরও জানান,মাগুড়া ইউনিয়নের যে সকল এলাকায় স্যানিটেশন স্থাপন করা হয়েছে সে সকল এলাকার মানুষ আজ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ না করার কারণে এলাকা আগের তুলনায় বেশ ভালো অবস্থায় আছে। এ বিষয়ে ৪নং ওয়ার্ড সদস্য জালাল উদ্দিন জানান,আমার ওয়ার্ডে সরকারী নিয়ম অনুযায়ী ঠিকাদারদের কাছ থেকে শতভাগ কাজ বুঝে নিয়েছি। আমার ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমার কাজে কোন অনিয়ম হতে দেইনি।

মাগুড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার হোসেন দুলালের সাথে কথা হলে তিনি জানান,সরকার বরাদ্দ দিয়েছে ইউনিয়নের মানুষের কাজ করার জন্য আর সে কাজ আমি শতভাগ বুঝে নিয়েছি এবং আমার ইউনিয়নে পরবর্তীতে আরও কোন বরাদ্দ আসলে তা জনগনের জন্য করে এলাকার উন্নয়ন করতে চাই। তিনি সাংবাদিকদের কাছে জোর দাবী জানিয়ে বলেন আপনারা সকল ওয়ার্ড ঘুরে লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রোগ্রাম (এল.জি.এস.পি)র কাজ দেখে কোন জায়গায় কোন কাজের সমস্যা চোখে পড়লে তা আমাকে জানাবেন এবং আমি সাথে সাথেই সে কাজ সম্পন্ন করবো ইনশা আল্লাহ।



মন্তব্য চালু নেই