কিং খানের ‘টুপি’তে আরও একটি সম্মানের ‘পালক’
অভিনয় জগতে তাঁর পুরস্কারের সংখ্যা নেহাত কম নয়। দেশের মাটিতে ভূষিত হয়েছেন ‘পদ্মশ্রী’ সম্মানে। বিদেশও তাঁকে সম্মান জানাতে পিছ-পা হয়নি। ফ্রান্সের সরকার তাদের ‘অর্দার দে আর্তস এ দে লেত্রে’ এবং দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘লিজিওঁ দ্য নর’-এ তাঁকে ভূষিত করে, যথাক্রমে ২০০৭ ও ২০১৪ সালে।
গত বছর, স্কটল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ এডিনবার্গ’ তাঁকে ‘প্রিভিলেজড ডিগ্রি’ দিয়ে সম্মানিত করেছিল।
এবার আরও একটি পালক জুড়তে চলেছে তাঁর ‘ক্যাপ’এ। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এত সম্মানের অধিকারীর মানুষটি কে? তিনি ‘বলিউড বাদশা’ শাহরুখ খান।
আজ, সোমবার, হায়দরাবাদের মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি তাদের ষষ্ঠ কনভোকেশন উদযাপন করবে। সেখানে উপস্থিত থাকবেন দেশের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এবং সেই অনুষ্টানেই শাহরুখ খানকে ‘ডক্টরেট’ উপাধি প্রদান করা হবে।
এই সম্মানে আপ্লুত কিং খান। প্রসঙ্গত, অভিনেতার মা হায়দরাবাদের বাসিন্দা। তাই তাঁর কাছে এই উপাধির গুরুত্ব অনেক বেশি।
মন্তব্য চালু নেই