কাশিয়ানীতে গ্রুপের সংঘর্ষে আহত ১২

জাকারিয়া শেখ, গোপালগঞ্জ থেকেঃ গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফসলি নিজামকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর) শনিবার বিকালে এঘটনা ঘটে। আহতরা হলেন, দ্বীন ইসলাম শেখ (৬৫), রানু বেগম (৪০), নাদিয়া (৩০), ইব্রাহিম শেখ (৩০), আরিফ শেখ (২৬), শিপন (৩০), মুরাদ মুন্সি (৫০), ফরিদ মুন্সি (৬৫)।

এদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে টর্চ লাইট দিয়ে মাছ ধরছিল আরিফ শেখ। এসময় টর্চ লাইটের আলো দাউদ মুন্সির ঘরে প্রবেশ করে । এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে শনিবার বিকালে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুপক্ষের নারীসহ ১২ জন আহত হন। এদের মধ্যে মারাত্মক আহতাবস্থায় ৮ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কাশিয়ানী রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই হাদি আব্দুল্লাহ জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।



মন্তব্য চালু নেই