কাশিমপুর কারাগার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ কাশিমপুর কারাগার ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, কারাগার ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পোষাকে-সাদা পোষাকে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। পুলিশসহ আইনশৃংখলা বাহিনী সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি বলেন, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুরসহ গাজীপুরের প্রতিটি জায়গায় আমরা অভিযান পরিচালনা করছি।
ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য চালু নেই