কাশিমপুর কারাগারে কয়েদিদের মারামারি, আহত ২
গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুজন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার সন্ধ্যায় কারাগারের ভেতরে মারামারির ওই ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
তবে কী কারণে মারামারির ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারাগার সূত্রমতে, সন্ধ্যায় দুই কয়েদি কেন্দ্রীয় কারাগারের ভেতরে প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে হাতাহাতি ও মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় দুজনেই। এর মধ্যে গুরুতর একজনকে জরুরিভাবে ঢামেকে পাঠানো হয়।
মন্তব্য চালু নেই