কাল থেকে ‘খাঁচা’য় বন্দি জয়া

‘রাজকাহিনী’র পর আবারো দেশভাগের গল্পে দেখা যাবে জয়া আহসানকে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকেই ‘খাঁচা’য় বন্ধি হচ্ছেন তিনি। অর্থ্যাৎ টানা কুড়ি দিন ‘খাঁচা’ নামের নতুন চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিবেন জয়া।

হাসান আজিজুল হকের ‘খাঁচা’ গল্প অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে আজাদ আবুল কালামকে। ২০১১-১২ সালে সরকারি অনুদান প্রাপ্ত ছবিটি পরিচালনা করছেন ঘাসফুল খ্যাত নির্মাতা আকরাম খান। শুটিং শুরু করা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আগামীকাল থেকে নড়াইলে শুটিং শুরু করছি। এখানে টানা কুড়ি দিন শুটিং করব।’

এদিকে শুটিংয়ে অংশ নেয়ার জন্য ইতিমধ্যেই লোকেশনে পৌঁছে গিয়ে ‘খাঁচা’র পরিচালকসহ ইউনিটের বেশির ভাগ লোকজন। আগামীকাল সকালেই ক্যামেরা ওপেন করা হবে। এতে অংশ নিতে রাতেই ঢাকা ছাড়ছেন জয়া আহসান, আজাদ আবুল কালামসহ কলাকুশলীরা।

ছবির গল্প প্রসঙ্গে নির্মাতা আকরাম খান বলেন, ‘দেশভাগের পর এদেশের অধিকাংশ হিন্দু পরিবার ভারতে পাড়ি জমায়। তেমনই একটি পরিবার অম্বুজাক্ষের, যারা বাড়িঘর বিক্রি করে ভারতে চলে যাওয়ার পরিকল্পনা করে। অন্যদিকে ভারত থেকে আগত মুসলিম পরিবারগুলো তাদের বাড়ি কিনতে এসে ফিরে যায়। তারপরও অম্বুজাক্ষ স্বপ্ন দেখে, ভারতে গেলে তাদের অবস্থার পরিবর্তন হবে। সরোজিনী নানা প্রতিকূলতার মধ্যেও অম্বুজাক্ষের সংসারকে আগলে রাখে। এভাবেই এগিয়ে যাবে ছবির গল্প।’

উল্লেখ্য, ‘খাঁচা’ চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে দেখা মিলবে জয়ার। এছাড়াও এতে রয়েছেন মামুনুর রশীদ, আতাউর রহমান, কায়েস চৌধুরী।



মন্তব্য চালু নেই