কাল জাতীয় পাট দিবস

পাট পণ্য জনগণের মাঝে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল দেশব্যাপী জাতীয় পাট দিবস-২০১৭ উদযাপিত হবে।

‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই শ্লোগানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হবে।

রাজধানীতে শোভাযাাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এই র‌্যালি শুরু হবে। বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজুদ্দিন প্রমাণিক এবং প্রতিমন্ত্রী মির্জ আযম র‌্যালিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউশনে পাট পণ্য মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

পাট দিবস উদযাপনের অংশ হিসেবে আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের সামনে পাটের ক্যানভাসের ওপর প্রদর্শনী চিত্রাংকন অনুষ্ঠিত হয়েছে।

চিত্র শিল্পী হাশেম খান, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান জামাল আহমেদ এবং শিল্পকলা একাডেমির পরিচালক মনিরুজ্জামান এই চিত্রাংকনে অংশ নেন।

দিবসটি উদযাপনে বস্ত্র ও পাট মন্ত্রীর নেতৃত্বে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কমিটি সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।



মন্তব্য চালু নেই