কালীগঞ্জ বারবাজারের মাদক সম্রাট বাবু আটক
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারের মাদক স¤্রাট বাবু আবারো আটক হয়েছে। জেল থেকে বেরিয়ে পুনরায় মাদক ব্যবসা করার সময় ১০ পিচ ইয়াবাসহ ফাইজুর রহমান বাবু নামের এক মাদক স¤্রাটকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বারবাজার এলাকার গোড়ার মসজিদ রোড থেকে তাকে গ্রেফতার করেন বারবাজার ক্যাম্পের আইসি এসআই নজরুল ইসলাম। সে মিঠাপুকুর গ্রামের জসিউর রহমান ফিল্ডম্যানের ছেলে।
থানা পুলিশ জানায়, ফাইজুর রহমান বাবু বারবাজারের চিহিৃত মাদক স¤্রাট। দীর্ঘদিন ধরে সে বারবাজারের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে থানায় একাধিক মাদকের মামলা ও ওয়ারেন্ট রয়েছে। সম্প্রতি সে জেল থেকে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় শুরু করে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ফাইজুর রহমান বাবু কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য চালু নেই