কালীগঞ্জে স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমান আদালতে দুই বখাটের জেল

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে মোবাইল কোর্টে সাইফুর রহমান ওরফে সজিব (১৯) ও রফিকুল ইসলাম (২৫) নামের দুই বখাটেকে জেল দেয়া হয়েছে।

রবিবার বিকেলে স্কুল ছুটির পর শমসের নগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার সময় তাদের আটক করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন এ কারাদন্ড প্রদান করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, স্কুল ছুটির পর শমসের নগর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা বাড়িতে ফিরছিল। এ সময় সাদিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাইফুর রহমান ওরফে সজিব ও বেলাট গ্রামের মজনুর রহমান ছেলে রফিকুল ইসলাম ওই ছাত্রীদের উত্যক্ত করে। ঘটনার খবর পেয়ে বারবাজার ক্যাম্পের আইসি নজরুল ইসলাম দুই বখাটে কে আটক করে।

পরে মোবাইল কোর্ট বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহানাজ পারভিন সাইফুর রহমানকে ১৫ দিন ও রফিকুল ইসলাম কে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোর্টের বিচারক শাহানাজ পারভিন জানান, স্কুল ছাত্রীদের উত্যক্তের অভিযোগে সাইফুর রহমানকে ১৫ দিন ও রফিকুল ইসলাম কে ৬ মাসের জেল দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই