কালীগঞ্জে শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ মিছিল

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্ম দিন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগ বৃহস্পতিবার দুপুরে এক আনন্দ মিছিল বের করে। কালীগঞ্জ উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেনের নেতৃত্বে মিছিলটি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। সেখানে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এরপর মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি ইসরাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন ও রনি, ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল, পৌর ছাত্র লীগ নেতা জুয়েল, কলেজ ছাত্র লীগ নেতা শেখ রুবেল প্রমুখ।



মন্তব্য চালু নেই