কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলে আখ রোপন মৌসুম উপলক্ষে আখ চাষী সমাবেশ
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের আখ রোপন মৌসুম শুভ উদ্বোধন উপলক্ষে আখ চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় চাঁচড়া রেলগেটের পাশে মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক হাবিবুর রহমান, মোবারকগঞ্জ চিনিমিলের উপ-ব্যবস্থাপক মীর মেরাজ আলী, মোবারকগঞ্জ চিনিমিলের আখচাষী কল্যান সমিতির সভাপতি ও রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম, মৌচিক শ্রমিকদের সভাপতি রবিউল ইসলাম, মোবারকগঞ্জ মৌচিকের সহ-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেক পিকুল, মৌচিক কৃষি বিভাগের অফিস সহকারী গোলাম রসুল, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা সহ মোবারকগঞ্জ চিনি কলের আখচাষীরা। এর আগে ২০১৬-২০১৭ সালের আখ রোপন মৌসুম উপলক্ষে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ও আখচাষী আলমগীর হোসেন দুলুর ১ একর জমিতে আখ রোপন করে শুভ উদ্বোধন করেন, ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
মন্তব্য চালু নেই