কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দূধর্ষ চুরি

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের কলেজ রোডের ব্যবসায়ী প্রল্লাদ কুমার সাহার বাড়িতে এক দুর্ধ্ষ চুরি সংঘটিত হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে বাড়ির ভেন্টিলেটর দিয়ে চোরারা ভিতরে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণলংকার, নগদ আড়াই লাখ টাকা, দেড় লাখ টাকার সিগারেট, ১ টি মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বাড়ির মালিক প্রল্লাদ কুমার সাহা জানান, রাতে তারা বাড়িতে সবাই ঘুমিয়ে ছিলেন। চোরেরা গভীর রাতে বাড়ির ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে টেবিলের উপর থেকে আলমারীর চাবি নিয়ে চুরি করে। সেই চাবি দিয়ে আলমারীর মধ্যে থাকা ১০ ভরি স্বর্ণলংকার, বিকাশের আড়াই লাখ টাকা চুরি করে। এছাড়া ঘরের মধ্যে থাকা বিভিন্ন ব্যান্ডের দেড় লাখ টাকার সিগারেট, ১ টি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

তিনি আরো জানান, বাড়ির সামনে তার দোকান আছে। ওই দোকানের জন্য কেনা দেড় লাখ টাকার সিগারেট ও বিকাশের নগদ আড়াই লাখ টাকা বাড়ির আলমারীতে রক্ষিত ছিল। তার সবকিছুই চোরেরা নিয়ে গেছে।



মন্তব্য চালু নেই