কালীগঞ্জে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : চেক জালিয়াতি মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন কুমার দত্ত ওরফে স্বর্ণকার সুমন (৩০) কে গ্রেফতার করেছে ঝিনাইদহের কালীগঞ্জ থানার এএসআই তৌহিদুর রহমান। সোমবার বিকেলে উপজেলার সিংগী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের সুশান্ত কুমার দত্তের ছেলে।
পুলিশ জানায়, সুমন একটি চেক জালিয়াতি মামলায় দন্ডপ্রাপ্ত আসামি। আদালত তাকে এক বছরের কারাদন্ড ও ৯২ হাজার ৩৭৫ টাকা জরিমানা করেছে। মামলার রায়ের পর থেকে সে পালিয়ে ছিল। সোমবার বিকেলে থানার এএসআই তৌহিদুর রহমান তাকে গ্রেফতার করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সুমন চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য চালু নেই