কালীগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ২০১৬-১৭ মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৪শ ৩০ কৃষকদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এসব কৃষকদের মধ্যে উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার এমপি।

এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) শাহানাজ পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগ নেতা আমিনুর রহমান তপু, আশরাফুল ইসলাম, কৃষক ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ৪৩০ জন কৃষকের প্রত্যককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ২০ কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।



মন্তব্য চালু নেই