কালীগঞ্জে কাঁচা মরিচ ২০০ টাকা কেজি
এসএম হাবিব, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে।
বিশেষ করে ঈদের পরদিন থেকে কাঁচা মরিচের দাম প্রতি ২,শ থেকে ২২০ টাকা করে বিক্রি করছে। শুক্রবার কালীগঞ্জ এলাকার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ২,শ টাকা করে বিক্রি করেছে কাঁচামাল ব্যবসায়ীরা। যা ঈদের আগের দু,দিনে কাঁচা মরিচের দাম ছিল ৭০/৮০ টাকা প্রতি কেজি। ঈদের কারণে ক্রেতার চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ কম থাকায় কাঁচা মরিচের দাম বৃদ্ধির কারন বলে দাবি ক্রেতা-বিক্রেতার।
কালীগঞ্জ নতুন বাজারের আব্দুল মুজিদ, কাদেন আলী, নাজিম উদ্দিন, বলেন সম্প্রতি ভারি বর্ষার কারনে এলাকায় ক্ষেতের মরিচ গাছ মারা গেছে।
অধিক বর্ষার কারনে মরিচ গাছ মরে যাবার কারনে বাজার গুলোতে ঝালের আমদানি অনেক টা কম হচ্ছে এছাড়া ঈদের পরে বাজারে কৃষকরা মরিচ আনছে না। যে কারনে কাচা মরিচের দাম বেড়ে গেছে। ব্যাবসায়ীরা বলছেন কয়েক দিনের মধ্যে কাচা ঝালের দাম কম হয়ে যাবে। বর্তমানে ব্যবসায়িরা কাঁচা মরিচ পাইকারী ক্রয় করছেন ১৮০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।
মন্তব্য চালু নেই