কালও ফতুল্লায় বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশের বোলাররা ভারতের ব্যাটসম্যানদেরকে তোপের মুখে ফেলতে না পারলেও সিরিজের একমাত্র টেস্টটি বৃষ্টির তোপের মুখে পরেছে। বৃষ্টির কারণে প্রথম দিন মাত্র ৫৬ ওভার খেলা হয়। টেস্টের দ্বিতীয় দিনটি গিলে খায় বৃষ্টি। এদিন একটি বলও মাঠে গড়ায়নি।

আগামীকাল কী হবে সেটা নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। তবে আবহাওয়ার পূর্বাভাস যা বলছে তাতে রীতিমতো আঁতকে উঠতে পারেন ক্রিকেটপ্রেমীরা। শুধু আগামীকাল কেন? পরবর্তী কয়েয়ক দিনের আবহাওয়ার পূর্বাভাসেও কোনো সুখবর নেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হযেছে, ‘আগামীকাল নারায়ণগঞ্জ এলাকায় বৃষ্টি হওয়ার শতভাগ সম্ভাবনা রয়েছে। রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বাতাসে আর্দ্রতা থাকবে ৮৬ ভাগ। আর বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় ১৪কি.মি.।’

ফলশ্রুতিতে আগামীকালও হয়তো পুরোদিন খেলা নাও হতে পারে। একই রকম আবহাওয়া শনি, রবি ও সোমবার বিরাজ করবে। তাই ফতুল্লা টেস্টের ফল না হওয়ার সম্ভাবনই সবচেয়ে বেশী।

টস জিতে ভারত প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৫৬ ওভার খেলে বিনা উইকেটে ২৩৯ রান তুলেছে। শেখর ধাওয়ান অপরাজিত আছেন ১৫০ রানে। আর মুরালি বিজয় অপরাজিত আছেন ৮৯ রানে।



মন্তব্য চালু নেই