কারা থাকছেন টি-টোয়েন্টির একাদশে

বিশ্বকাপের কথা মাথায় রেখেই টি-টোয়েন্টি সিরিজের একাদশ সাজাবে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের অতীত রেকর্ড খুব একটা ভাল নয়। ৪৪ ম্যাচের মাত্র ১২টিতে জয় পেয়েছে সাকিবরা। র‌্যাংকিংয়ে অবস্থান দশ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের একটিতে হার।

একাদশ কেমন হতে পারে, সে ইঙ্গিত গতকাল মাশরাফি সংবাদ সম্মেলনে দিয়েছেন। লিটনকে ‘পর্যাপ্ত সুযোগ’ দেয়ার কথা বলছেন তিনি। তবে বিসিবিতে গতকাল শোনা গেল, বিজয়, জুবায়ের, রাব্বির মধ্যে একজনকে নাকি খেলানোর একটা আলোচনা হয়েছে। এদের মধ্যে ব্যাটসম্যান বিজয় দলে ঢুকলেও ঢুকতে পারেন। সেক্ষেত্রে কে কাটা পড়তে পারেন তা নিয়ে নির্বাচকদের কেউ মুখ খোলেননি।

তবে একাধিক সূত্র দাবি করছে শেষ ওয়ানডেতে যে দল খেলেছে, সেই দলই খেলানোর সম্ভাবনা বেশি।

শুক্রবার বিকেল পাঁচটায় মিরপুরে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, রিয়াদ, মুশফিক, সাব্বির, নাসির হোসেন, মাশরাফি মর্তুজা, আরাফাত সানি, আল-আমিন হোসেন/রাব্বি, মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে জিম্বাবুয়ে দলে নতুন কাউকে দেখার সম্ভাবনা বেশি। অলরাউন্ডার টিনোটেন্ডা মুতবোডজিকে দেখা যেতে পারে। এছাড়া সুযোগ হতে পারে টেন্ডাই চিসরো অথবা ওয়েলিংটন মাসাকাদজার।



মন্তব্য চালু নেই