কারাভোগের পর ৫৭ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

দীর্ঘ তিন মাস ১৮ দিন আগে ঘন কুয়াশার মধ্য দিয়ে তারা মংলাবন্দর এলাকার রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের অংশে ঢুকে পড়া ৫৭ বাংলাদেশি জেলেকে আটক করে বিএসএফ।

আজ মঙ্গলবার সকাল ১১টার সময় দীর্ঘ তিন মাস ১৮ দিন কারাভোগের পর আটক কৃত ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জসিমউদ্দিন জানান, ভারতের কারাগারে বন্দি থাকা ৫৭ জন বাংলাদেশি জেলেকে আজ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব জেলেদের অধিকাংশের বাড়ি কক্সবাজার, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায়।

এ সময় ভারতের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র, শমসেরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জী, সুন্দরবন কোস্টাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান এবং বাংলাদেশের পক্ষে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

সর্বশেষ তথ্যমতে সকল আইনি প্রক্রিয়া শেষে পুলিশের মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানাগেছে।



মন্তব্য চালু নেই