‘কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধারণ ক্ষমতা ২০০৬ জন থাকলেও সেখানে ৭৩২৮ জন বন্দী রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সারাদেশে ৫৮৬ জন বন্দী কারাভোগের মেয়াদ শেষের পরও কেন মুক্তি পাচ্ছেন না- স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি বলেন, কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে। ফলে সেখানকার পরিবেশ অমানবিক।

তিনি বলেন, সাঁড়াশি অভিযানে আটকদের নিয়ে বাণিজ্য চলছে এমন অভিযোগও আমাদের কাছে আসছে। আর বন্দীদের ওপর এর কতটুকু প্রভাব পড়ছে তা দেখেও বোঝা যায়।



মন্তব্য চালু নেই