কারাগারে কামারুজ্জামানের স্বজনেরা

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাতের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছেন তার পরিবারের সদস্যরা। শনিবার বিকেল ৪টা ৮ মিনিটে তারা কারাগারে প্রবেশ করে।

দুটি মাইক্রোবাসে কামারুজ্জামানের পরিবারের ২১ জন সদস্য কারাগারে যান। এদের মধ্যে কামারুজ্জামানের স্ত্রী নূরুননাহার বেগম, বড়ছেলেহাসান ইকবাল ওয়ামী, মেজ ছেলে হাসান ইমাম রয়েছেন।

এর আগে, কারা কর্তৃপক্ষ শনিবার দুপুরে কামারুজ্জামানের পরিবারকে কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ফোন করে জানায়।

কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী শনিবার দুপুর ২টার দিকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাকে ফোন করে জানিয়েছে বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বাবার (কামারুজ্জামান) সঙ্গে আমরা দেখা করতে পারব।’

গত সোমবার হাইকোর্টে রিভিউয়ের রায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকার পর ওইদিন সন্ধ্যায় স্ত্রী, ছেলে-মেয়েসহ পরিবারের ১২-১৫ সদস্য কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে শনিবার দুপুর থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কামারুজ্জামানের মৃতুদণ্ড কার্যকর করার নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে।



মন্তব্য চালু নেই