কামারুজ্জামানের ফাঁসি স্থগিতে লিগ্যাল নোটিশ

জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর প্রক্রিয়া স্থগিত রাখতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক এ নোটিশ পাঠান।

স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, আইন সচিব ও কেন্দ্রীয় কারাগারের জেলারকে নোটিশে বিবাদী করা হয়েছে।

নোটিশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রায় কার্যচকর প্রক্রিয়া বন্ধ না করলে বিবাদীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিগত ৫ জানুয়ারির নির্বাচনে গঠিত সরকার অবৈধ। এই অবৈধ সরকার রায় কার্যাকর করতে পারে না। এ অবৈধ সরকার কাউকে শাস্তি দিতে পারে না বলে নোটিশে উল্লেখ করা হয়।

পরে আইনজীবী আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘অবৈধ সরকারের অধীনে যেসব বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করেছেন তাদের বিচার অবৈধ।’

তবে তিনি বলেন, ‘আইনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে।’

বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে ৭১ সালে তিনি সুপ্রিমকোর্টে আইনজীবীর সনদ পান বলেও জানান।

তিনি নিজেকে একজন মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসেব আমি এই অবৈধ সরকারের অধীনে কোনো ‍নির্দোষ ব্যাক্তির ফাঁসি চাই না।’

সুপ্রিমকোর্টের রায়ে ফাঁসির দণ্ড পাওয়ার পরও কামারুজ্জামানকে নির্দোষ বলছেন কীভাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৯৭১ সালে কামারুজ্জামানের বয়স ছিল মাত্র ১৯ বছর। সে তখন এইচএসসির ছাত্র ছিল। এই বয়সে তিনি এসব অপরাধ করতে পারেন না।’



মন্তব্য চালু নেই