কামারুজ্জামানের ফাঁসি কার্যকর কবে?
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির কার্যকর হবে কবে? এই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। তবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের উপরই অনেক কিছু নির্ভর করছে বলে আদালত সূত্রে জানা গেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় কবে প্রকাশ হবে সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।
আদালত সূত্রে জানা গেছে, কাদের মোল্লার আপিল আদেশের ৭৯ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। কামারুজ্জামানের আপিল আদেশ হয়েছে ৩ নভেম্বর। এরপর পেরিয়ে গেছে ২৯ দিন। এখনও পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি।
পূর্ণাঙ্গ রায় কবে প্রকাশ হবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘খুব শিগগিরই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে। তবে কবে নাগাদ হবে সেটি তিনি বলতে পারেননি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আদালত যেহেতু রিভিউ করার সুযোগ দিয়েছেন, তাই সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই ফাঁসি কার্যকরের বিষয়ে ব্যবস্থা হবে।’’
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী শিশির মোহাম্মদ মনির বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ রায় প্রকাশের অপেক্ষায় আছি। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আমরা রিভিউ করবো।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিভিউ নিষ্পত্তির পর অন্য বিষয়ে চিন্তা করা হবে।’
আদালত সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে আসামিপক্ষ রিভিউ আবেদন করতে পারবে। এরপর রিভিউ নিষ্পত্তি। রিভিউর সংক্ষিপ্ত রায় ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করবে। এরপর কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
গত ২৫ নভেম্বর কাদের মোল্লার রিভিউ আবেদনের রায় প্রকাশের পর কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হয়। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে- আসামিপক্ষ রিভিউ করতে পারবে। তবে সেটি করতে হবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে।
এর আগে কাদের মোল্লার আপিল বিভাগ রায় দিয়েছিল গতবছরের ১৭ সেপ্টেম্বর। আর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছিল ৫ ডিসেম্বর। অর্থাৎ আপিল বিভাগের রায়ের ৭৯ দিন পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এরপর রায়ের কপি ৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে যায়। তারপর ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে। এরপর তার ফাঁসি কার্যকরের ব্যবস্থা গ্রহণ করা হয়। রিভিউ আবেদন খারিজের সংক্ষিপ্ত রায়ের পর গত বছরের ১২ ডিসেম্বর রাতে ফাঁসি দেয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে।
মন্তব্য চালু নেই