কাফনের কাপড়কে ভয় পান না নাসিম
জাসদের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, আমি বিশ্বাস করি এ হুমকিতে হাসানুল হক ইনু শুধু নয়, আমরা কেউ ভয়পাই না। ভয় পাওয়ার প্রশ্নই উঠে না।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক যৌথ সভায় তিনি এ নিন্দা জানান। তিনি বলেন, যারা কাফনের কাপড় পাঠায় তারা কাপুরুষ। এদের হুমকিতে আমাদের ভয় পাওয়ার কিছুই নেই।
তিনি বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধকে ব্যর্থ করার জন্য দেশের নিরহ মানুষকে হত্যা করেছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ হয়ে দেশকে স্বাধীন করেছিল। আজকেও দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যুদ্ধাপরাধীদের প্রলম্বিত বিচার করছি। অর্থনৈতিক সর্বক্ষেত্রে উন্নতি করছি। তখনই একটি মহল বাংলাদেশকে টার্গেট করে গুপ্তহত্যা করছে।
মন্তব্য চালু নেই